ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

ঢাকা: বিএসটিআইর অনুমোদন ছাড়া কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মে) বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম-এর ছাড়পত্র লাইসেন্স নেওয়া ছাড়া মানচিহ্ন ব্যবহার করে শ্যাম্পু, সাবান ও স্কিন ক্রিম বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মেসার্স লাজ ফার্মা লি: ৬৩/সি, লেক সার্কাস কলাবাগান, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অবস্থিত ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) মো. রেজানুর রহমান সরকার, ও মো. শাহরিয়ার হোসেন, পরিদর্শক, ডিএমআই, (মেট্রোলজি)।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।