সাতক্ষীরা: সাতক্ষীরার তালা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চলিসার বিলে ডেমসাখোলা যুব কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
এই ঘোড়দৌড় দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় চলিসার বিলে।
প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার ১১টি ঘোড়া অংশ নেয়।
ঘোড়দৌড় দেখতে আসা মিল্টন বলেন, দীর্ঘদিন পর ঘোড়দৌড় দেখতে এসেছি। গ্রামাঞ্চলের হাজারো নারী-পুরুষ এই প্রতিযোগিতা উপভোগ করছেন।
খলিশখালি গ্রামের সবুজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। আগে কখনো ঘোড়দৌড় দেখিনি। এবারই প্রথম। খুব ভালো লাগছে।
প্রতিযোগিতা শেষে রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সণৎ কুমার, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআরএস