ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ১৫ জন গুণী শিল্পী পেলেন সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
মাগুরায় ১৫ জন গুণী শিল্পী পেলেন সম্মাননা

মাগুরা: মাগুরায় কষ্ঠ সংগীত, লোক সংগীত সৃজনশীল সংগঠক, আবৃত্তি যাত্রা শিল্পী আলোকচিত্রসহ ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী।  

সোমবার (৫ জুন) দিনগত রাতে আছাদুজ্জামান মিলনায়তে এ সকল গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে গুনী শিল্পীদের মধ্যে ক্রেস্ট, সাটিফিকেট ও চেক বিতরণ করা হয়।

এ সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান তিতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচলক লিয়াকত আলী লাকী।  

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগর, প্রেসক্লাসের সাধারণ সম্পাদক শামীম খান।

এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, একটা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিল্প, সাহিত্য চর্চার বিকল্প নেই। শিল্প সাংস্কৃতি চর্চার মাধ্যমে স্মাট বাংলাদেশ গড়ে তুলব। সোনার মানুষ হতে সাংস্কৃতিক চর্চার করতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে।  

তিনি আরও বলেন, মাগুরা জেলা সাহিত্য শিল্প চর্চার উর্বর ভূমি। এখানে অনেক গুনি মানুষের জন্ম হয়েছে। যারা ইতিহাসের পাতায় স্বাক্ষর রেখে গেছেন। সকল অপশক্তিকে দুরে ঠেলে শিল্প সাহিত্যকে সামনের দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।