ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
সোনাইমুড়ীতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এনামুল হক (৭৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

তারা হলেন উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির সোলাইমান ভূঁইয়ার ছেলে মাসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)।

এর আগে শনিবার মাসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান‚ উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভুঁইয়া বাড়ির এনামুল হকের সঙ্গে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। গত ৩ জুন সকাল ১১টার দিকে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সঙ্গে এনামুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদসহ চারজন এনামুলকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পরে ভিকটিমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ছয়জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাতদিন পর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।    

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত দুজন প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।