সিলেট: বকেয়া বিল পরিশোধ বাবত বিদ্যুৎ বিভাগকে ১৪ কোটি টাকা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
রোববার (১১ জুন) দুপুরে নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯২৯ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের নির্বাহী প্রকৌশলী-১ ফজলুল করীম, নির্বাহী প্রকৌশলী-২ শামস ই আরেফিন, নির্বাহী প্রকৌশলী-৩ শ্যামল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী-৪ আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বলেন, সিটি করপোরেশনের কাছে জরিমানাসহ প্রায় ১৭ কোটি টাকা বিল পাওনা ছিল। এর মধ্যে ১৪ কোটি ১১ লাখ ৯২৯ টাকা পরিশোধ করা হয়েছে। অর্থাৎ বিলের মূল টাকা দেওয়া হয়ে গেছে। এখন কেবল জরিমানার (সুদের) টাকা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনইউ/আরবি