ঢাকা: দেশের মহাসড়ককে নিরাপদ করতে হাইওয়ে পুলিশকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য যা যা প্রয়োজন তার সবই করা হবে বলেও জানান তিনি।
রোববার (১১ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগে আমরা প্রতিনিয়তই সড়কে-মহাসড়কে চুরি-ডাকাতি লুটপাটের খবর পেতাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাইওয়ে পুলিশকে আমরা সমৃদ্ধ করছি। এর ফলে এখন আর আগের মতো মহাসড়কে চুরি-ডাকাতির খবর পাওয়া যায় না।
ক্যানসার বা অন্য যে কোনো রোগের চেয়েও সড়ক দুর্ঘটনায় বেশি মানুষের প্রাণহানি ঘটে উল্লেখ করে তিনি বলেন, সড়ক নিরাপদ করতে আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের সড়কে অনেক ত্রুটি ছিল, এমন কিছু জায়গা নির্ধারণ করে সব না হলেও কিছু জায়গাকে উপযোগী করা হয়েছে। রাস্তায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, প্রশস্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রায় ৭৫ শতাংশ মানুষ সড়কপথে যাতায়াত করেন এবং ৮৩ শতাংশ পণ্য সড়কপথে পরিবহন করা হয়। দেশের উন্নয়নের সঙ্গে সড়কে বেড়েছে ব্যস্ততা। এখন মহাসড়কের ২৫০ কিলোমিটার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো হবে। যাতে দুর্ঘটনা বা চুরি-ডাকাতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
হাইওয়ে পুলিশের লোকবল বাড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই লোকবল বাড়ানো আমাদের প্রোগ্রামে রয়েছে, যা যা প্রয়োজন তার সবই করবো। আমরা মহাসড়ক সচল রাখবো এবং নিরাপদ রাখবো। গত ঈদে মহাসড়কে এক্সাম্পল সৃষ্টি হয়েছে। কোথাও কোনো যযানজট বা সমস্যা হয়নি। হাইওয়ে পুলিশের তৎপরতায় মানুষ নিরাপদে বাড়ি যেতে পেরেছিলেন।
সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, প্রস্তাবিত সড়ক আইনে ট্রাফিক রুল ভঙ্গ করলে গাড়ি চালকের ১০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছিল। ট্রাফিক আইন ভঙ্গ শুধু গাড়ির চালক করে না, পথচারীও করে। এজন্য চালককে ১০ হাজার টাকা জরিমানা করলে পথচারীকেও করতে হবে। আইনে এমন কিছু অসঙ্গতি ছিল, যা পরে সংশোধন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মহাসড়ককে নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য মহাসড়কে ডাকাতি-ছিনতাই নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
তিনি বলেন, সড়কে প্রতিবছরই মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমেছে। এতে বোঝা যায় পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট পুলিশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
সরকারের নির্দেশনার আলোকে পুলিশ যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আইজিপি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। এজন্য আমাদের যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংসদ সদস্য বেনজীর আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
পিএম/আরবি