ঢাকা: গত ১০ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একহাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১১ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান জুনাইদ আহমেদ পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক, টিকটক, ম্যাসেঞ্জার ও ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটর করা হয়। ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হতে ২০২১ সালের জুলাই হতে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাতহাজার জনকে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সেমিনার/প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সচেতন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসকে/এসআইএ