চাঁদপুর: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলের সঙ্গে বিশ্বাসঘাতক নেতা খুবই ভয়ংকর।
রোববার (১১ জুন) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ, অসহায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের চেক বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর মেরামত, পুনর্নির্মাণের নিমিত্তে ঢেউটিন, গৃহনির্মাণ মজুরির অর্থ ও চেক দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের অসহায়, নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থেকে বর্তমান সরকার কাজ করছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে ও শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
এতে আরও বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ইয়াসির আরাফাত, মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, পারভেজ চৌধুরী হানিফ, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল প্রমুখ।
পরে সুবিধাভোগীদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আরবি