ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরের লালপুরে ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
নাটোরের লালপুরে ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

ঢাকা: নাটোর জেলার লালপুর উপজেলার চার নম্বর আড়বাব ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জমি নামজারি বাবদ সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ জুন) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা গেছে, নাটোর জেলার লালপুর উপজেলার চার নম্বর আড়বাব ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এর বিরুদ্ধে জমি নামজারি বাবদ সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম আড়বাব ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে খাজনা ও নামজারি সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সত্যতা পায়। পরে টিম সহকারী কমিশনার (ভূমি), লালপুর কার্যালয় থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

এছাড়া দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ আরও সাতটি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।