ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একই নামে দুটি প্রতিবন্ধী বিদ্যালয়

অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান ২টির নির্বাহী সচিব কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান ২টির নির্বাহী সচিব কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একই নাম দিয়ে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ফুড অফিস মোড়স্থ শাখার নির্বাহী সচিব মো. হান্নান হোসাইনকে।

রোববার (১১ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিউ ইসলামপুর ও ফুড অফিস মোড়ে বাংলাদেশ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে দুইটি প্রতিষ্ঠান চালু থাকায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে আদালত এ আদেশ দেন। ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ ইসলামপুরে বাংলাদেশ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। নিয়ম অনুযায়ী, ২০১৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠানটির নির্বাহী সচিব নির্বাচিত হন হান্নান হোসাইন। এরপর ২০২০ সালে নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও জোরপূর্বক একই পদ দখলে রাখেন এবং একটি ভুয়া কমিটি গঠন করেন। এর ধারাবাহিকতায় বিদ্যালয়ের যাবতীয় চেয়ার-টেবিল, রেজিস্ট্রারসহ বিভিন্ন নথিপত্র দখলে নিয়ে ২০২০ সালের ২০ আগস্ট সকল নথিপত্র ও আসবাবপত্র নিয়ে শহরের ফুড অফিস মোড়ে একই নাম ব্যবহার করে আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও তার স্ত্রী আম্বিয়া খাতুন মিলিকে প্রধান শিক্ষক নিয়োগ দেন।

অভিযোগ রয়েছে, একই নামে নতুন স্কুল প্রতিষ্ঠা করে নিজেকে নির্বাহী সচিব ও স্ত্রীকে প্রধান শিক্ষক পরিচয় দিতেন হান্নান-আম্বিয়া দম্পতি। এমনকি এই পরিচয়ে সিলমোহর ব্যবহার করতো তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে জেলা শহরের নিউ ইসলামপুর ও ফুড অফিস মোড়ে একই নামে দুইটি প্রতিবন্ধী বিদ্যালয় চলছিল।

এ নিয়ে ২০২২ সালের ১৬ মার্চ জেলা শহরের নিউ ইসলামপুরস্থ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হাজেরা খাতুন আদালতে মামলা দায়ের করেন। রোববার (১১ জুন) আদালত মামলার প্রধান আসামি হান্নান হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও মামলার দ্বিতীয় আসামি আম্বিয়া খাতুন মিলিকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে, মামলার তৃতীয় আসামি মাহবুবুল আলমকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী ড. মো. তসিকুল ইসলাম জানান, রোববার (১১ জুন) মামলার চার্জ গঠনের দিন ছিল। একই নামে বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে নির্বাহী সচিব হান্নান হোসাইনের নামে। আদালত মামলার প্রধান আসামি হান্নান হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও তার স্ত্রী ও মামলার দ্বিতীয় আসামি আম্বিয়া খাতুন মিলিকে জামিন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ১১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।