বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় রাশিদা বেগম (৫০) নামে এক নারী ট্রলারযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত রাশিদার স্বামী দুলাল সরদারসহ আরও পাঁচ থেকে ছয়জন ট্রলারযাত্রী আহত হয়েছেন।
রোববার (১১ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুলাল সরদারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত রাশিদার স্বজনরা জানান, গৌরনদীর একটি ক্লিনিকে স্বামীকে ডাক্তার দেখিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন রাশিদা। আড়িয়াল খাঁ নদীতে বালুবাহী একটি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যান রাশিদা। এ সময় ট্রলার যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতাল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাল্কহেড ও ট্রলারটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএস/আরআইএস