ঢাকা: কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ জুন) সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের ডেপুটি চেয়ার লর্ড হুগো জর্জ উইলিয়াম সোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত।
কমনওয়েলথ দেশগুলোর বাইরের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরব, কাতারসহ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠেয় ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’-এর বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এই ট্রেড অ্যান্ড ইনভেস্ট ফোরাম আয়োজন করবে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল।
কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের এই আয়োজনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়ার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেওয়াসহ কমনওয়েলথ দেশগুলোর ভূমিকার কথা স্মরণ করেন।
কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন এর পরিচালক (অপারেশন) ড্যানিয়েল সিয়ান লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসাইন, কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমইউএম/আরএইচ