ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হত্যাকাণ্ডের আসামি ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ফরিদপুরে হত্যাকাণ্ডের আসামি ঢাকায় আটক

ঢাকা: সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা এলাকায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর মাতুব্বরকে কুপিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউছার মাতুব্বরসহ (৫৫) চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

অন্য আটকরা হলেন সরোয়ার মাতুব্বর (৫০), ছানু মাতুব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।

সোমবার (১২ জুন) রাতে রাজধানীর শাহবাগ থানা এলাকায় র‍্যাব-৩ ও ৮ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, পারিবারিক জমিজমা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ভিকটিম আলমগীর মাতুব্বরের (৬০) ভাতিজা শাহ আলম লোকজন নিয়ে তাদের বাড়ির পাশেই পৈত্রিক ধানের জমিতে ধান কাটতে গেলে আটক কাউছার মাতুব্বরের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় আলমগীর মাতুব্বরসহ তার পরিবারের লোকজন এবং নিকট আত্মীয় মিলে প্রায় ১৫ জন গুরুতর আহত হন। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে আলমগীর মাতুব্বর মারা যান।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় মোট ৫৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামিরা দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করতে শুরু করেন।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৩ ও ৮ এর যৌথ অভিযানে আসামি কাউছার মাতুব্বরসহ চারজন এজাহারনামীয় আসামিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।