ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরামর্শদাতার ব্যয় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরামর্শদাতার ব্যয় বাড়লো

ঢাকা: সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা পরামর্শদাতার ব্যয় বাড়িয়েছে সরকার। প্রকল্প ব্যয়ের অতিরিক্ত পাঁচ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি’ প্রকল্পের নিরাপত্তা পরামর্শদাতা হিসেবে যৌথ উদ্যোগ আইসিটি এবং ডিডিসির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত পাঁচ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘শরীয়তপুর-জাজিরা-নাওডোবা (পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ) সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডাব্লিউপি-০৩ প্যাকেজের নির্মাণ কাজ যৌথভাবে মীর হাবিব আলম এবং মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১২৯ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ৭০০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনির তিনটি ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আগ্রাবাদ সিজিএ কলোনির ৬৫০ বর্গফুটের দুটি ২০ তলা আবাসিক ভবন এবং ৮৫০ বর্গফুটের একটি ২০ তলা আবাসিক ভবন (২২৮ ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন অতিরিক্ত আট কোটি চার লাখ ৭৫ হাজার ২৮৭ টাকা ব্যয় বেড়েছে।

একই প্রকল্পের দ্বিতীয় প্রস্তাবে আগ্রাবাদ সিজিএ কলোনিতে ৮৫০ বর্গফুটের তিনটি ২০ তলা আবাসিক ভবন (২২৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত এক কোটি ৫৪ লাখ ২৬ হাজার ৯৭৭ টাকা ব্যয় বাড়ানো এবং চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনির তৃতীয় প্রস্তাবে এক হাজার বর্গফুটের তিনটি ২০ তলা আবাসিক ভবন (২৮৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন বাবদ ২১ লাখ ২০ হাজার ১৬৫ টাকা ব্যয় কমিয়ে সংশোধিত চুক্তি মূল্য ১৫৯ কোটি ৮২ লাখ দুই হাজার ৬৪৬ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।