ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
ডিএনসিসির সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

ঢাকা: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে গুলশান নগর ভবনে কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।  

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ জুন সারা দেশে মতো ঢাকা উত্তর সিটি এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালানো হবে। এ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। ঢাকা উত্তর সিটি এলাকায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মোট লক্ষ্যমাত্রা ছয় লাখ দুই হাজার ৮০৬ জন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।