ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: আসামিরা যেন পার না পায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: আসামিরা যেন পার না পায়  সাংবাদিক, নাদিম, হত্যা

নারায়ণগঞ্জ: বাংলানিজের জামালপুরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

বৃহস্পতিবার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত কোনো আসামি যেন পার পেয়ে না যায়, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। এ ঘটনা অবাধ নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভীতি সৃষ্টি করবে এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। হামলাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।  

বুধবার (১৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।