ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যায় নরসিংদী সাংবাদিক সমাজের নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
নাদিম হত্যায় নরসিংদী সাংবাদিক সমাজের নিন্দা

নরসিংদী: সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন নরসিংদী সাংবাদিক সমাজের নেতারা।  

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহ।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন প্রতিভাবান সাংবাদিককে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা আমাদের একজন সহকর্মীকে হারালাম। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

একইসঙ্গে নরসিংদী জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক বদরুল আমীন চৌধুরী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, মফস্বলের সাংবাদিকেরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিক নাদিম সত্য ঘটনা তুলে নিউজ করলেও চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মামলা করেন। আদালত সেই মামলা খারিজ করে দিলেও চেয়ারম্যান দমে যাননি, একেবারে নাদিমকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পিটিয়ে হত্যা করলেন। আমরা অবিলম্বে নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কেউ কোনো সাংবাদিকের গায়ে আঘাত করতে না পারে।

একইসঙ্গে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের নির্মম হত্যাকাণ্ডে গভীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।