ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া আর নেই

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া আর নেই।  

শুক্রবার (১৬ জুন) ভোর ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেল ৩টার দিকে রাজারকুল বৌদ্ধ বিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় রাজারকুল বৌদ্ধ শ্মশানে তাকে সমাহিত করা হবে।

এদিকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সকালে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এ সময় তাকে জাতীয় পতাকা জড়িয়ে সম্মান জানানো হয়।  

জানা গেছে, তৎকালীন ভারতের ত্রিপুরা হরিণা ইউত ক্যাম্পে দীর্ঘদিন গেরিলা প্রশিক্ষণ শেষে প্রিয় মাতৃভূমি রক্ষায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় যুদ্ধে অংশ নেন পরেশ বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।