ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট: সাংবাদিক নাদিমকে হত্যাকারী সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সেখানে প্রেসক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খা, সাংবাদিক আবু বকর সিদ্দিক, মানবজমিন প্রতিনিধি আব্দুল আলীম মণ্ডল, ৭১ টিভির জেলা প্রতিনিধি  মোয়াজ্জেম হোসেন ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ।

সেখানে বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের মুলহোতা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।