ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী একটি চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জালনোট প্রস্তুতকারী চক্রের গ্রেফতার সদস্যরা হলেন চক্রের মূলহোতা মাজেদুল ইসলাম (২৩), আরিফ হোসেন (২৩) ও শাহাদত হোসেন (২৩)। অভিযানে তাদের কাছ থেকে ২০০ টাকার দুইটি ও ১০০ টাকার ৫২টিসহ মোট পাঁচ হাজার ৬০০ টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে জালনোট বানিয়ে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
তিনি আরও জানান, আটক সাজেদুল সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। তার দলে একাধিক সিন্ডিকেট রয়েছে। তাদের চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে। পরে তা প্রতারণামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের জালনোট দেওয়ার মাধ্যমে মালামাল কেনাসহ বিভিন্ন লেনদেন করে আসছিলেন।
জালনোট প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারিসহ অভিযান কার্যক্রম চলমান। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসজেএ/এসআইএ