ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চে বিষপান করে আত্মহত্যা করেন রিফাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
লঞ্চে বিষপান করে আত্মহত্যা করেন রিফাত

ঢাকা: ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে চড়ে বাড়ি ফেরার পথে বিষপান করে আত্মহত্যা করেছিলেন রিফাত (২৮)। পুলিশ দাবি করেছে, তারা রিফাতের মৃত্যুর ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কোনো নমুনা পায়নি।

রোববার (১৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী। তিনি জানান, শনিবার (১৭ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলাগামী একটি লঞ্চের বিষপান করেছিলেন রিফাত। তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে লোকজন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই সন্ধ্যা ছয়টার দিতে রিফাতের মৃত্যু হয়।

আব্বাস আরও জানান, মুন্সীগঞ্জ নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, রিফাতের কাছে থাকা একটি বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেটিতে বিষ ছিল। তার পরিবারের কাছ থেকে জানা গেছে, তিনি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে অনেক কথার মধ্যে তিনি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

পরিবার ধারণা করছে, বিভিন্ন সময় চাকরির খোঁজাখুঁজি করেও না পাওয়ায় হতাশা থেকে রিফাত আত্মহত্যা করতে পারেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার মৃত্যু হয়নি। এমন কোনো নমুনা পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া রিফাতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। রিফাতের বাবার নাম মো. শামসুদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।