ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০ প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ছয়, গাংনী থানায় নিয়মিত মামলায় এক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক এবং মুজিবনগর থানায় আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় দুইজন আসামি রয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাত থেকে বুধবার (৫ জুলাই) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল।  

গ্রেপ্তার ১০ আসামিকে বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।