ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরাগে সাঁতার কাটতে গিয়ে স্রোতে হারিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
তুরাগে সাঁতার কাটতে গিয়ে স্রোতে হারিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে তুরাগ নদে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।  

বুধবার (৫ জুলাই) দুপুরে সাঁতার কাটতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

সে স্রোতের পাকে পড়ে হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (১৬)। সে ঢাকা সাভারের ব্যাংক কলোনি এলাকা মো. শাহ আলমের ছেলে।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তুরাগ নদে পানির স্রোতের পাকে পড়ে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়। তাকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।  

চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বলেন, গত রোববার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফু ফিরোজা বেগমের বাড়ি বেড়াতে আসে সিয়াম। বুধবার দুপুরে চাপাইর ব্রিজের পাশে সিয়ামের চাচা নজরুল ইসলামসহ কয়েকজন তুরাগ নদে সাঁতার কাটছিলের। একপর্যায়ে তারা তুরাগ নদের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। এসময় অন্যরা নদের ওই পাড় যেতে পারলেও সিয়াম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি করেও সিয়ামের কোনো সন্ধান পায়নি।  

বাংলাদেশ সময়: ২৩২৭, জুলাই ৫, ২০২৩
আরএস/ এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।