ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আগৈলঝাড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: ভেজালবিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১৬ জুলাই) উপজেলার বাগধা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।  

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি করায় বাগধা বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর, বিসমিল্লাহ পোল্টি হাউজ, খুসবু ভ্যারাইটিজ স্টোর, শামসুল আলম ভ্যারাইটিজ স্টোর ও নুরুল স্টোরসহ  পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।