ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে পদযাত্রায় মোটরসাইকেলে আগুন, যা বললেন ডিবিপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
মিরপুরে পদযাত্রায় মোটরসাইকেলে আগুন, যা বললেন ডিবিপ্রধান

ঢাকা: মিরপুরে বিএনপির পদযাত্রায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।

দলটির অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছেন।  

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে সরকারি বাঙলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

মিরপুর বাঙলা কলেজের সামনে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট দিয়ে পদযাত্রা নিয়ে আসছেন।

সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, অফিসের দিন এসব কর্মসূচি থাকলে অনেক জনভোগান্তি হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।