ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেশীয় বন্দুকসহ ধরা পড়লেন একাধিক হত্যা মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
দেশীয় বন্দুকসহ ধরা পড়লেন একাধিক হত্যা মামলার আসামি

সিরাজগঞ্জ: পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাঁকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম।

তিনি বলেন, পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খাঁ তার নিজস্ব বাহিনী নিয়ে মাছের ঘেরে চাঁদাবাজি, হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন।

তিনি আরও বলেন, সুজনের নামে পাবনার ফরিদপুর উপজেলার অনিল কুমার সাহা কার্তিকসহ একাধিক হত্যা মামলা চলমান আছে। শীর্ষ এই সন্ত্রাসীকে ধরতে র‌্যাব-১২ সদস্যরা বুধবার (০২ আগস্ট) বিকেলে মঙ্গলগ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।