ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় ডিস লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তামিম হোসেন (১৭) নামে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উত্তর বাড্ডা সবজি গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তামিমের সহকর্মী মোঃ সুজন জানান, তারা বাড্ডায় স্কাইলিংক ক্যাবল নেটওয়ার্কে চাকরি করেন। সন্ধ্যায় সবজি গলির এক বাসায় ডিস লাইনের সংযোগ দিচ্ছিলাম। তামিম ওই বাসার পিছনে জানালা দিয়ে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিযে আসি।

মৃত তামিমের বাবা রাজ মিস্ত্রী সোহেল মিয়া জানান, তাদের বাড়ি শেরপুর শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা  সবজি গলির একটি বাসায় ভাড়া থাকেন। দুই ভাই এক বোনেরর মধ্যে তামিম ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।