ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের এক শিশুকে জোর করে ধর্ষণের মামলায় দ্বীন ইসলাম (২৭) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ সময় আদালতে আসামি দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের ১০ বছরের এক শিশু বাড়িতে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরদিন এ ঘটনায় ওই শিশুর মা বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।

ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেন শিশুটির মা। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি দ্বীন ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ এবং মামলার বাদী খুশি। আমরা ন্যায় বিচার পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা ২৩ আগস্ট, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।