ঢাকা: আগামী ৩০ আগস্ট থেকে চীন ভ্রমণকারীদের জন্য প্রি-অ্যান্ট্রি পিসিআর ও এআরটি লাগবে না।
সোমবার (২৮ আগস্ট) ঢাকার চীন দূতাবাস জানায়, আগামী ৩০ আগস্ট থেকে চীনগামী যাত্রীদের বোর্ডিং করার আগে কোনো প্রকার কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বা অ্যান্টিজেন দ্রুত পরীক্ষা (এআরটি) করতে হবে না।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির পর থেকেই চীন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা বা অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক ছিল।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
টিআর/আরআইএস