ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির পতাকা মিছিল কালো।  বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা গলি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে হাতে কালো পতাকা ও মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেয় পুলিশ।

 

সাড়া দেশে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলের আয়োজন করে ঝালকাঠি বিএনপি।  

এতে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপুসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মৌন মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছুদূর আগালেই পুলিশি বাধার সম্মুখীন হয়।  

পুলিশি বাধায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন। তিনি জানান, ফ্যাসিবাদী অবৈধ সরকার মানুষকে বিষিয়ে তুলছে। মানুষ এ সরকার থেকে রেহায় চায়। কোন কর্মসূচি ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।


বাংলাদেশ সময় : ১১২০ ঘন্টা,আগস্ট ৩০,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।