ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মারা গেল মানসিক ভারসাম্যহীন নারীর সেই নবজাতক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
মারা গেল মানসিক ভারসাম্যহীন নারীর সেই নবজাতক  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পলাশীতে ফুটপাতে ভূমিষ্ঠ হওয়া মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নবজাতকটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন তালুকদার জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। দাফনের জন্য মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়া হবে।  

তিনি আরও জানান, নবজাতকটির মা মমতাজ নামে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে মিরপুর শাহআলীর একটি পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হবে।

এরআগে বুধবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে পলাশীর ফুটপাতে ওই নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। পথচারী কয়েকজন শিক্ষার্থী এ দৃশ্য দেখে লালবাগ থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় আজিমপুর মেটার্নিটি হাসপাতালে নিয়ে যান প্রসূতিকে। সেখানেই কন্যাশিশুর জন্ম দেন ওই নারী।

তবে নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে তাকে ভর্তি করানো হয়েছিলো ঢাকা মেডিকেলে।

আরও পড়ুন >> পলাশীর ফুটপাতে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন নারী, উদ্ধার করল পুলিশ

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩   
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।