ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জ গ্যারেজের চৌবাচ্চায় মিলল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
গোবিন্দগঞ্জ গ্যারেজের চৌবাচ্চায় মিলল এক ব্যক্তির মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গ্যারেজের চৌবাচ্চা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের পান্থপাড়া সোহেল অটোমোবাইল গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকালে ওই গ্যারেজের পেছনের একটি চৌবাচ্চায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভানপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামসুল আলম শাহ বাংলানিউজকে জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, স্থানীয়দের বর্ণনামতে ওই ব্যক্তি মানসিক ভারসাম‌্যহীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।