ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
ফুলবাড়ীয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঢাকা: রাজধানীতে ফেনসিডিলসহ এনামুল হাসান ওরফে রাজন নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) শাহবাগ থানার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেনসিডিলসহ রাজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক রাজন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে সে জানিয়েছেন। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।