ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ১৫ কেজি ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আড়াইহাজারে ১৫ কেজি ইলিশ জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ২০টি বাজার ও আড়তে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

পরিদর্শনকালে গোপালদী বাজার ও আড়ৎ থেকে মালিকবিহীন ১০ কেজি ইলিশ মাছ আটক করা হয় এবং পরবর্তীতে আটককৃত মাছ কড়ইতলায় অবস্থিত ইসলামপুর হোসাইনিয়া ইয়াতিমখানায় বিতরণ করা হয়। তাছাড়া দয়াকান্দা বাজার থেকেও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ দয়াকান্দা ইসলামিয়া এবতেদীয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও মৎস্য  সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।