ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপালে ফায়ার স্টেশনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
রামপালে ফায়ার স্টেশনের উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটের রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে রামপাল উপজেলা সদরে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

স্টেশনটি উদ্বোধন শেষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বাগেরহাটের রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে, তার সবই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোনো সরকারের অবদান নেই। অন্য সরকার ক্ষমতায় থাকলেই লুটপাটে ব্যস্ত থাকে।

তিনি আরও বলেন, রামপাল ও মোংলা উপজেলা ভৌগোলিক কারণেই দুর্যোগ প্রবণ এলাকা। এখানকার মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে বসবাস করেন। তারপরও রামপালে কোনো ফায়ার সার্ভিস স্টেশন ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর মহানুভবতায় আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধন হল। ফলে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে।  

এ সময় ফায়ার স্টেশনের কর্মীদের যেকোনো দুর্যোগ মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকার আহ্বান জানান উপমন্ত্রী হাবিবুন নাহার।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।