ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
নীলফামারীতে ধানক্ষেতে মিলল কঙ্কাল ফাইল ছবি

নীলফামারী: জেলার জলঢাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি ৪ নম্বর ওয়ার্ড ব্রিজপাড়া থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার কবির চৌধুরীর জমি চাষাবাদ করেন গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী আরজিনা বেগম। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে কৃষক মাজেদুল ইসলাম জমিতে কিটনাশক স্প্রে করতে গিয়ে জমির মাঝখানে জমে থাকা পানিতে কঙ্কালটি দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাক দেন। পরে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জল শাহ্ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালের পাশে একটি শার্ট, একটি গেঞ্জি ও একটি লুঙ্গী পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কে বা কারা রাতের আধারে এখানে মরদেহটি ফেলে গেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গলিত মরদেহটি উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। তবে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ