ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়র লিটনের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
মেয়র লিটনের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি রাজশাহী নগর ভবনে যান।

সেখানে তিনি রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তারা পরস্পর শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন বিষয় নিয়ে মেয়র লিটনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

১৫ অক্টোবর তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।  

এর আগে ২০০৮ থেকে ২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।