ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঁশঝাড়ে মিলল ৪০ বোতল বিদেশি মদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
বাঁশঝাড়ে মিলল ৪০ বোতল বিদেশি মদ

হবিগঞ্জ: ভারত থেকে অবৈধ পথে মদ এনে বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের দুই চা-শ্রমিক। তবে ধরা পড়তেই হলো তাদের।

রোববার (২২ অক্টোবর) ভোররাতে ৪০ বোতল বিদেশি মদসহ এ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের দীনেশ তাঁতির ছেলে হৃদয় তাঁতি এবং বিষ্ণু তাঁতির ছেলে বিমল তাঁতি।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন রোববার বিকেল ৩টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

ওসি বলেন, ভারত থেকে অবৈধ পথে ৪০ বোতল মদ এনে নিজের বাড়ির পাশের বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছিলেন হৃদয় ও বিমল। সেখানে রেখেই মাদক বিক্রির পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির উপ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে চুনারুঘাট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।