ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

ঢাকা: আগামীকাল শনিবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা ঢাকায় আসছেন।

ঢাকার ইউএনওপিএস অফিস জানায়, জর্জ মোরেরা দা সিলভা ঢাকা সফরকালে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল-এনআইডিসিএইচ পরিদর্শন করবেন, যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে। এই সফরে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন ইউএনওপিএসের নির্বাহী পরিচালক।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার, জাতীয় এনজিও, দাতা, অংশীদার এবং সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য, বিশেষ করে জলবায়ু স্থিতিস্থাপকতা, পরিবেশগত স্থায়িত্ব, টেকসই ক্রয়, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে, ইউএনওপিএস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।