ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূধন দাস।

তিনি জানান, সকালে হঠাৎ করেই মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ তাদের প্রতিহত করে। এ ঘটনায় বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।