ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় জেল হত্যা দিবস পালিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
নগরকান্দায় জেল হত্যা দিবস পালিত  জেলহত্যা দিবসে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাড. জামাল হোসেন মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: জেলার নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৩ নভেম্বর)  সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এতে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।  

পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগের সভাপতি আল আমিন মীর প্রমূখ।

আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।