ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর প্রাণ দিলেন গৃহবধূ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর প্রাণ দিলেন গৃহবধূ

ফেনী: প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে ঝগড়া করে আত্মহত্যা করেছেন মর্জিনা আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূ।  

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলার উত্তর ছনুয়া গ্রামের নতুন বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ নিশি ওই বাড়ির দুবাই প্রবাসী ওমর ফারুক টিপুর স্ত্রী।  

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ৭/৮ বছর আগে একই ইউনিয়নের টঙ্গী পাড়া এলাকার মাঝি বাড়ির নুরুজ্জামানের মেয়ে নিশির সঙ্গে বিয়ে হয় ওমর ফারুক টিপুর। ওই দম্পতির ৬ বছরের একটি ছেলে রয়েছে। শনিবার ওই গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

পারিবারিক কলহের জের ধরে নিশি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন তার চাচা তাজুল ইসলাম।  

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল নিশির। শুক্রবার রাতেও স্বামীর সঙ্গে মোবাইলে তর্ক-বিতর্ক হয় তার। রাতে ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায় নিশি। সকালে ছেলের ঘুম ভাঙার পর মায়ের মরদেহ ঝুলে আছে দেখে আশপাশের লোকজনকে খবর দেয় সে।  

ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩ 
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।