ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ আটক ৫

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশি অভিযানে জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসা এবং আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম বিবি, সহদপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, জেলা যুবদলের সভাপতি মাহবাবুল আলম, জেলা যুবদল সহসম্পাদক নিয়াজ মোহম্মদ ও যুব দলের সদস্য মো. আবির।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এদিকে, ঘোষিত অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল, সড়কে আগুন, ইট-পাটকেল ছুঁড়ে পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে শহরের আলুটিলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরআগে ভোরে মাটিরাঙ্গা বাজারে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন সমর্থকরা। জালিয়া পাড়া-রামগড় সড়কে গাছ ফেলে ব্যারিকেড, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় ট্রাক, বাস ও সিএনজি চলাচলে বাঁধা দেয় পিকেটাররা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।