ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমি (৩০) কাঠেরপুল এলাকার ওয়ার্কশপের মালিক শহিদুল ইসলামের স্ত্রী। আটক সোহানা নিহত সুমির ছোট বোন।

আটক সোহানা জানান, দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে দোকানে পুরি কিনতে যান। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছেন। তখন সে বাড়ির কাছেই ওয়ার্কশপে গিয়ে বোন জামাই শহিদুল ইসলামকে খবর দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম বাংলানিউজকে জানান, সোহানার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।