ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবার (৮ নভেম্বর ) রাত ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত ফাঁড়ির ১৮০/৮ এস পিলার থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা তাদের আটক করে ৫৯-বিজিবি।

আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন (৪৩)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রগুলো পাচার করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে জামরুল ও মাজিরকে আটক করা হয়। মাদক, অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির বিশেষ টহল অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।