ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জবি ক্যাম্পাসে রাত ১০টার পর অবস্থান না করার নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
জবি ক্যাম্পাসে রাত ১০টার পর অবস্থান না করার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত ১০টার পর অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এখন যেহেতু সন্ধ্যা হয় অনেক তাড়াতাড়ি সেহেতু আমরা নিরাপত্তার স্বার্থে সকলকে রাত ১০টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য বলেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ