ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
সিরাজগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল গ্রামে মুর্তা (মুসতাক, পাটি গাছও বলা হয়, যা দিয়ে শীতল পাটি তৈরি করা হয়) ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত চালকের নাম মানিক (৩০)। তিনি সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।  

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেননি মানিক। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান মেলেনি। পরে সকালে তার গলা কাটা মরদেহ পাওয়া যায়।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, ঝাঐল গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গলা কেটে তাকে হত্যার পর তার ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।