ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাকিবের কলে মেরামত হলো ভাঙা রেললাইন, দুর্ঘটনা থেকে রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
সাকিবের কলে মেরামত হলো ভাঙা রেললাইন, দুর্ঘটনা থেকে রক্ষা

ঢাকা: ‘কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে’ - বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন সাকিব নামে একজন কলার।

 

শনিবার (২৫ নভেম্বর) বিকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলরুটের দিলপাশার রেল স্টেশনের পূর্বে কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করে এর ব্যবস্থা নিতে বলেন।  

রোববার (২৬ নভেম্বর) জাতীয় জরুরি সেবা-৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটার কনস্টেবল সোহরাব আরাফাত। কনস্টেবল আরাফাত তাৎক্ষণিক রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।  

সংবাদ পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।