ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জ বিএনপির মিছিল থেকে ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
বেগমগঞ্জ বিএনপির মিছিল থেকে ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

  

গ্রেপ্তাররা হলেন- চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল ও যুবদল নেতা মো. জহিরুল ইসলাম সুমন।  

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাঁচারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করে।  এ সময় পুলিশের কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।