ময়মনসিংহ: ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষে নির্বাচনী প্রচারণা করায় সাদেক হোসেন ভুইয়া (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।
এতে আহত ছাত্রলীগ নেতাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের সুন্দাইল এলাকায় ওই মারধরের ঘটনা ঘটে।
পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
নান্দাইল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় মোবারক হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত সাদেক বলেন, বুধবার রাতে আমি এবং আরও দুইজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় নসরতপুর, কান্দিউড়া গ্রামের বাজারে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছিলাম।
এ সময় মোটরসাইকেলযোগে মোবারক, মোশারফ, শাহজাহান রোকন মেম্বারসহ একদল লোক এসে অতর্কিতভাবে আমার ওপর তাদের হাতে থাকা বৈঠা দিয়ে পেটাতে থাকে। তবে মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে গেলেও হাত-পা ছাড়াও কাঁধে মারাত্মক আঘাত পেয়েছি।
তবে এই অভিযোগ অস্বীকার করে রোকন মেম্বার বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। তবুও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে এ আসনে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএএইচ